
যদি শ্রীলঙ্কা এশিয়াকাপের আয়োজন করতে না পারে তাহলে এশিয়ার শ্রেষ্টত্বের এই লড়াই বাংলাদেশে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আর্থিক সংকটে নানা ধরনের সমস্যায় দ্বীপদেশ শ্রীলঙ্কা। যার মাঝে আবার এশিয়া কাপের মতো মেগা আসর আয়োজন করতে চলেছে তারা। তবে এমন সংকটের মাঝে কি এশিয়া কাপ আয়োজন করতে পারবে তারা। যদি না পারে তাহলে নতুন কোন আয়োজন খুঁজতে হবে এশিয়ার ক্রিকেট কাউন্সিলর-কে।
এইদিকে ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে কোনো বহুজাতিক আসর আয়োজনে অনিচ্ছুক। পাকিস্তান পরের এশিয়া কাপের আয়োজক। আরব আমিরাতে এখন অসহনীয় গরম। খোলা থাকছে শুধু বাংলাদেশের দরজাই।
এই প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, “এটা শ্রীলঙ্কায় হওয়ার কথা। ওদের দেশের অবস্থা খারাপ, তার মানে বোর্ডও ভালো অবস্থায় নেই। এই সময়ে এসব একটা প্রশ্ন হল? সময় বলে দেবে। ২৪ তারিখ আমার ভারতে যাওয়ার কথা, আইসিসি চেয়ারম্যানের সাথেই। কলকাতায় দুটো প্লে-অফ ম্যাচ আছে, ২৯ তারিখ ফাইনাল। এটাতে অনেকেই যাচ্ছে। এই সময়ে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না”।
যদি ও এখনো শ্রীলঙ্কা এশিয়াকাপের আয়োজকের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি তবে পাপনের আশ্বাস শ্রীলঙ্কা যদি আয়োজন করতে না পারে তবে নতুন আয়োজক হিসেবে বাংলাদেশই দায়িত্ব পাবে।
বোর্ড সভাপতি বলেন, “যদি ভেন্যু পরিবর্তন হয়, অবশ্যই ভেন্যু হিসেবে প্রথম পছন্দ থাকবে বাংলাদেশ। যদি বিকল্প কোনো ভেন্যু হয় এটা বাংলাদেশই হবে”।