
গতকাল ২৩শে মে, রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসা থেকে ইউটিউবের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আহমেদ নিলয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য তারপর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তরুণ এই গায়ক সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কেরানীগঞ্জের ওয়াশপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন নিলয়। সোমবার (২৩ মে) সন্ধ্যার পর নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিফ আহমেদ নিলয়ের সহকর্মীরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। কিছুদিন আগেই তার বাবা ক্যানসারে ভুগে মারা যান। সেই থেকে পারিবারিকভাবে তিনি একটু ডিপ্রেশনে ছিলেন। এ নিয়ে নিলয় ফেসবুকে মাঝেমধ্যেই হতাশাজনক নানা পোস্টও দিতেন। তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে সর্বশেষ পোস্ট ছিলো(আল্লাহ আমার উপর হেদায়েত দান করুন, দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি নিজের অজান্তে কেন যেন সবাইকে কষ্ট দিয়ে কথা বলি,
কিছু বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে)
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করতে পারেন নিলয়।
নিহত আতিফ আহমেদ নিলয় ইউটিউবে বেশ জনপ্রিয় একজন ব্যাক্তি ছিলেন। তার জনপ্রিয় গানগুলো হচ্ছে- ‘কার বাসরে ঘুমাও বন্ধু‘, ‘বোকা পাখি‘, ‘তোরে আমি ভালোবাসি‘,ভাগ্যে বুঝি বেঈমানটা নাই,পাখি আমার বোকা না সহ অসংখ্য জনপ্রিয় গান।