
চট্টগ্রামের আনোয়ারায় কালাবিবির দীঘির মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় দীপংকর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় পিএবি সড়কের কালাবিবির দীঘির মোড়ে ওষুধ কোম্পানির একটি পিকআপ শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। নিহত শিশু দীপংকর পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামের মৃত সজলের একমাত্র পুত্র। পুলিশ স্কয়ার কোম্পানির একটি পিকআপ ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, নিহত শিশু দীপংকর আনোয়ারা চাতরী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে তার খালাতো ভাই দুর্জয় এবং তার মামা সুজিতের সঙ্গে আনোয়ারা সদরে যায়। সেখান থেকে সবাই কালাবিবির দীঘির মোড়ে নামে। তার মামা সুজিত গাড়ি ভাড়া দেওয়ার সময় দীপংকর দুর্জয়ের হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় ওষুধ কোম্পানির গাড়িটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। তার বাবা কিছুদিন আগে মারা গেছেন বলে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বেলা এগারোটায় গাড়িচাপায় একজন শিশু নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। শিশুটিকে চাপা দেওয়া পিকআপ ও চালককে আটক করেছে।