
দেশের বিভিন্ন স্থানে বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে। সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়।বুধবার দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে দোয়ারা সদর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ০-২গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দোহালিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দেবাংশু কুমার সিংহ, পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজী আব্দুল খালেক, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীমুল ইসলাম শামিম, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইউপি সদস্য জনাব মনির উদ্দিন, ইউপি সদস্য জুয়েল আহমেদ, ইউপি সদস্য আঃরাজ্জাক, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য রুবেল হোসেন সহ আরো অনেকে।