
রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর প্রতিনিধি সম্মেলন গত ২৬ মে বৃহস্পতিবার রাত্রে সাহিত্য ও সাংস্কৃতিক সচিব হাফেজ মহিউদ্দিন এর কোরআন তেলোওয়াতের মাধ্যমে আল কাবুরার আন নাজ্জেল আল খাদরা হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু সেকান্দর নঈমীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারুর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত সভাপতি, ওয়ার্ল্ড সি,আই,পি এন,আর,বি অসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি,সফল ব্যবসায়ী,সমাজসেবক ও সংগঠক, মুহাম্মদ ইয়াছিন চৌধুরী CIP।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত সহ-সভাপতি,ওয়ার্ল্ড সি,আই,পি এন,আর,বি এসোসিয়েশনের অর্থ সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান CIP, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর হোসাইন,আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় সাবেক প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আকতার হোসাইন,আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী ভান্ডারী,রাংগুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর উপদেষ্টা ইউসুফ মাতব্বর, হাজী মনির আহমদ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র উপদেষ্টা ও স্টান্ডিং কমিটির প্রধান আলহাজ্ব মফিজুল হক।
সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেতাগী দরবারে আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্, সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন রাংগুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ্ নেছারী। উক্ত সম্মেলনে আরো উপস্তিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান,আবদুস সালাম সওদাগর,ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নাছের হোসাইন,ইকবাল তালুকদার,নাছের সওদাগর সহ সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে স্টান্ডিং কমিটির প্রধান আলহাজ্ব মফিজুল হক সাহেব নব গঠিত ২০২২-২৫ প্যানেল ঘোষণা করেন।
পরিশেষে মওলানা আমিনুল ইসলামের মিলাদ কিয়াম ও দেশ-জাতী ও মুসলিম শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।