
জুয়েল রানাঃ
পিস এন্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশ(পারডব) এর উদ্যোগে দ্বিতীয় পর্বে সবার জন্য ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পিস এন্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ বাংলাদেশ-পারডব এর পক্ষ থেকে ২য় ধাপে- টঙ্গীসহ আশেপাশের এলাকায় শ্রমজীবী মানুষ ও অসহায় পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, এর আগেও এ মাসের ৫ তারিখে পারডব এর পক্ষ থেকে ১ম ধাপের ইফতার বিতরন করা হয়েছিল।
২টি ধাপে ইফতার বিতরন সুসম্পূর্ণ করার জন্য পারডবের সকল সদস্য, উপদেষ্টা এবং দাতা সদস্যসহ সকল সহযোগী মানুষকে ধন্যবাদ জানিয়ে পারডবের সভাপতি ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী আকাশ ঘোষ প্রিন্স বলেন-করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে কিছু কিছ শ্রমজীবী মানুষে রাস্তায় নেমেছেন কাজের জন্য। কিন্তু অর্থের অভাবে অনেকে ইফতারের সময় শুধুমাত্র পানি পান করে ই ইফতার করেন আর তা দিয়েই ক্ষুধা নিবারণ করেন। তাই শ্রমজীবী মানুষ,পথশিশু এবং অসহায়দের ইফতার করানোর উদ্দেশ্যে আজ আমরা এই কর্মসূচির আয়োজন করছি।মাহে রমজান মাসে ধারাবাহিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করে যাবো।পরে, ঈদে অসহায় বাচ্চাদের মাঝে পোশাক বিতরণ করা হবে।
উল্লেখ্য, বিশ্ব পর্যটক কামাল হোসেনের সৌজন্যে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় পারডব-এর প্রশংসা করে তিনি বলেন-
‘পারডব সংগঠন সবসময় মানুষের কল্যানে কাজ করছে। ইতোমধ্যে আমি তাদের কার্যক্রম দেখেছি বন্যার সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন, শীতকালে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন, প্রত্যন্ত গ্রামে বিভিন্ন স্কুলে লাইব্রেরি নির্মান, পথশিশুদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে ইভটিজিং প্রতিরোধের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে আসছে।পারডবের সাথে থাকতে পেরে আমি আনন্দিত।’