
নওগাঁর ঐতিহ্যবাহী চাকলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের ১০৭ জন শিক্ষার্থীদের একসাথে বিদায় কালে সম্মাননা প্রদান করা হয়। ১ জুন বুধবার দুপুর ৩ টায় চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিদায় কালে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। সেই সময় পরীক্ষায় সকলেই ভালো ফলাফল করে বিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করার প্রত্যয় করে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ এবং সহকারী শিক্ষকগণ এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ছাত্র-ছাত্রীদের বলেন, তোমাদের দ্বারা সব সময় ভালো কিছু আশা করি এবং পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে এবং সারাজীবন শিক্ষকদের প্রতি সম্মান রাখবে । ১০৭ জন শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের হাতে হাতে উপহার তুলে দেন। এ সময় আনন্দ থেকে আবেগময় পরিবেশে সৃষ্টি হয়।
এসময় এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আশিক বলেন,ষষ্ঠ শ্রেণী থেকে এই স্কুলের ভর্তি হয়ে আজ সবশেষ পরীক্ষা এসএসসি দিতে যাচ্ছি। অনেক সময় ভুল ও অপরাধ করে থাকতে পারে সেজন্য অনুষ্ঠানে আমাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকা ও প্রধান শিক্ষক সহ সকলের কাছে সেই ক্ষমা চেয়ে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া চায় এবং সে আরো বলেন, ১০৭ জন-ই উত্তীর্ণ হয়েছে স্কুলের আগামী দিনে ভবিষ্যত উজ্জল করবো ইনশাআল্লাহ।