
রাঙ্গামাটি মেসার্স রজায়ী এন্টারপ্রাইজের রড সিমেন্টের দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে।গত ৩০মে সোমবার সকালে বরকল সুভলং বাজারে উপজেলার মানুষের সুবিধার্তে মেসার্স রজায়ী এন্টারপ্রাইজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী আনুষ্ঠানিকতাভাবে শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন রজায়ী এন্টারপ্রাইজ গ্রুপের ম্যানেজার আব্দুল ওয়াজেদ বাবুল, মোঃ বাদশা মিয়া রজায়ী,রফিক উদ্দীন প্রমুখ।
মেসার্স রজায়ী এন্টারপ্রাইজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী বলেন,এক সময় বাংলাদেশের বেশির ভাগ মানুষই বাস করতো মাটির ঘরে, যাদের অবস্থা একটু উন্নত ছিল তারা বাস করতো টিনের ঘরে৷ কিন্তু এখন পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন৷ আপনারাও লক্ষ্য করে থাকবেন মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে বর্তমানে তাদের বাসস্থানের চেহারাটাও পাল্টে গেছে৷ গ্রাম বা শহর প্রায় সবখানেই বাড়ি বানানোর ক্ষেত্রে মাটি এবং টিনের স্থান দখল করেছে ইট, লোহা ও কাঠ৷ সেই সাথে মানুষ তার বাসস্থানকে অনেক বেশি সুরক্ষিত, দীর্ঘস্থায়ী এবং দৃষ্টিনন্দন করার চেষ্টায় সর্বদাই ব্যস্ত৷ তাই একথা বলা যায় যে, গ্রামাঞ্চলেও এর ছোঁয়া লেগেছে।
এখানে রজায়ী এন্টারপ্রাইজে মধ্যে রড, সিমেন্ট, ডিউটিন,প্লাস্টিকের চেয়ার-টেবিল, সেনিটারি ও হ্যার্ডওয়ারি যাবতীয় মালামাল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।