
কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলো আর্জেন্টিনা। কথায় আছে সৃষ্টিকর্তা যা দেয় দুই হাত ভরে দেয় তাইতো এবার কোপা জয়ের পর আরেকটি শিরোপা জয়ের স্বাদ পেলো আলবেলিস্তারা। উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ফাইনালিসিমা শিরোপা নিজেদের ঘরে তুললো মেসি-ডি মারিয়ারা।
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমাতে ইতালির বিপক্ষে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার প্রথম গোলটি আসে ম্যাচের ৪০ মিনিটে। লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে গোলটি করেন স্ট্রাইকার লাউটারো মার্তিনেজ।এরপর বিরতির ঠিক পূর্বে আরও একটি গোল পায় আর্জেন্টিনা। এবার লাউটারো মার্তিনেজের পাস থেকে গোলটি করেন ডি মারিয়া। যার ফলে প্রথমার্ধেই লিওনেল স্কোলনির শিষ্যরা এগিয়ে যায় ২-০ গোলে।
বিরতি থেকে ফিরে এসে বেশ কিছু আক্রমণ করতে থাকা আর্জেন্টিনার হয়ে ইতালির জালে শেষ গোলটি করেন দিবালা। ম্যাচের ৯০ মিনিটে বদলি হয়ে মাঠে নামা দিবালা বাম পায়ের দারুণ শটে গোলটি করেন ।