
ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৬৪ বছর পর আবারো বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করলো গ্যারেথ বেলের ওয়েলস। বিশ্বকাপের মূলপর্বে উঠার লড়াইয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের ফাইনালে রবিবার রাতে সফরকারী ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিলো স্বাগতিক ওয়েলস। যেখানে ইউক্রেনের অধিনায়ক ইয়ারমোলেনকোর আত্মঘাতী গোলে ১-০ গোলে জয় নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওয়েলস। এইদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পূর্ণ শক্তির দল নিয়ে কার্ডিফে এসেছিল ইউক্রেন। তবে শেষ পর্যন্ত আর শেষ হাসি হাসা হলো না তাদের।