
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল আহাদকে পূনরায় সভাপতি পদে এবং সম্পাদক পদে ইদু মিয়াকে নিযুক্ত করা হয়। শনিবার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। চাতলপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।