
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে আসে রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ওসি কবির হোসেন জানান, দুপুরে ওয়ারেন্ট আসার দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ফজলে এলাহীকে আগামীকাল সকালে আদালতে তোলা হবে।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলা প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং- ২৮/২১। তবে মামলার বাদী কে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ফজলে এলাহীকে গ্রেফতারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
ছাত্র ইউনিয়নের প্রতিবাদঃ এদিকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর উদবেগ প্রকাশ করেছে রাঙ্গামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙ্গামাটি সাংবাদিক সমিতি। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলেছে, হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুনীরতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হয়রানির শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রতিবাদ জানিয়ে ফজলে এলাহীর মুক্তি দাবি করেছে রাঙ্গামাটি সাংবাদিক সমিতি।
#সাংবাদিক_গ্রেপ্তার #ডিজিটাল_নিরাপত্তা_আইন #arrest #journalist #digital_security_act #bangla_news #eattor_tv