
বাংলাদেশে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বিশ্বের ৫১ দেশ ঘোরার পথে আবশেষে আজ ৮ জুন (বুধবার) সকাল ১০:৪৫ মিনিটে পাকিস্তান থেকে ফিফার চাটার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। ট্রফির সাথে এসেছে ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। যে দলের আছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দল ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।
আজ সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে হোটেল র্যাডিসন ব্লুতে। তারপর বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফিটি। এইদিকে রাতে একটি বিশেষ নৈশভোজও আছে ট্রফি আগমন উপলক্ষে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে। উল্লেখ্য এর আগে ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের ট্রফি এসেছিলো বাংলাদেশে।