
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘোলকুড়ি এলাকা থেকে দেলোয়ার হোসেন(৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার সকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দেলোয়ার হোসেন আত্মাহত্যা করে। সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। নিহত দেলোয়ার হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতে স্বামী স্ত্রী দু’জনেই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। সকালে স্বামী তার স্ত্রীর সাথে পারিবারিক খুটিনাটি বিষয়াদি নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে স্ত্রী জোরে চিৎকার করে উঠলে পাশের বাড়ির লোকজন এসে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় দেলোয়ারের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।