
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জেতার যোগ্য দল ছিলেন লিভারপুল এমটাই মনে করেন দলটির মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভিলিসিয়ার্স জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে সেই ফাইনালের কথা এখনো মেনে নিতে পারছেন না সালাহ। রিয়ালের বিপক্ষে তার দল যেভাবে আক্রমণ করেছিলো সেই হিসেবে ফাইনাল জেতার যোগ্য ছিলো অলরেডরা।
সম্প্রতি তিনি বলেন, “আমরা ফাইনাল জেতার যোগ্য ছিলাম। আমরা বেশি সুযোগ তৈরি করেছি। আমি নিজেও দুটি বা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেখানে কর্তোয়া ছিল যে অবিশ্বাস্য সেভ করেছে। এটা তার কাজ, এই জন্যই তাকে রিয়াল মাদ্রিদ কিনেছে। এটা ছিল তার রাত।”