
আগামী ১৫জুন অনুষ্ঠিত আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে বহিরাগত সন্ত্রাসীদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষেধ ও সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫জন স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীরা।
তারা হলেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের মো. আলী চৌধুরী,আওয়ামীলীগ নেতা মোটর সাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজন,ঘোড়া প্রতীকের হাসান জিয়াউল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন ও চশমা প্রতীকের আবদুল মালেক মানিক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও হঠাৎ করে নির্বাচনী পরিবেশ কালো মেঘে আচ্ছন্ন করে ভোটারদের আতঙ্কের ভিতর ফেলে দিয়েছে। কারণ আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের ১০জন চেয়ারম্যানের নেতৃত্বে নিজস্ব বাহিনী নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের হুমকি-ধুমকি ও ভোট কেন্দ্র দখলের নীলনকশা করছে।
তারা বলেন, এলাকায় এলাকায় গিয়ে তারা স্বতন্ত্র প্রার্থদের পোস্টার ছেড়া, কর্মী সমর্থকদের বিভিন্ন প্রকার হয়রানি, পুলিশি হুমকি, বহিরাগতদের আস্ফালন সর্বোপরী বহিরাগতরা ইতোমধ্যে এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্ঠা করছে। এমন পরিস্থিতিতে ভোটাররা মা-বোন নিয়ে ভোট দিতে পারবে কি না তা নিয়ে আতঙ্কিত ও উদ্ধিগ্ন।
চেয়ারম্যান প্রার্থীরা আরও বলেন, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নৌকা প্রার্থীর বহিরাগত সমর্থকদের আনাগোনা ও কেন্দ্র দখলের পায়তারা করছে এবং এসব কেন্দ্রকে ঝূকিপূর্ণ হিসেবে করে তুলেছে। বিশেষ করে ভিংরোল কেন্দ্রটি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করা এক প্রভাবশালী ব্যক্তির বাড়ির আঙ্গিনায় হওয়াতে তা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ এবং গত নির্বাচনেও ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতে পারেনি।
স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সম্মান রক্ষা করার আহবান জানিয়ে ৫ প্রার্থীই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিজিবি, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করে নির্বাচনকে যেন কোনভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
সংবাদ সম্মেলনে পূর্বে বহিরাগত সন্ত্রাসীদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষেধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়ে জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদনের অনুলিপি জমা দিয়েছেন স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন,পরৈকোড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বহিরাগতদে প্রবেশ নিষেধাজ্ঞার জন্য স্বতন্ত্র প্রার্থীদের জেলা প্রশাসকের নিকট আবেদনের একটি অনুলিপির কপি পেয়েছি।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।