
আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউপির উপ-নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসেনি স্থানীয় ভোটাররা। সকাল থেকে ইউনিয়নের সব ভোট কেন্দ্রে ভোটারশূন্য দেখা গিয়েছে। তবে ভোটার না থাকলেও ভোট কেন্দ্রে বহিরাগত নেতাকর্মীদের আনাগোনা চোখে পড়ার মতো!
গত ১৫ জুন (২০২২) সকালে ভোটকেন্দ্রে এসে ভোটাররা ভোট দিতে দেখা না গেলেও অন্য ইউনিয়নের ইউপি সদস্যদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে দেখা গিয়েছে।
এদিকে বিকেলে পরৈকোড়া ইউপির একটি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারসহ বারখাইন ইউনিয়নের ইউপি সদস্য শাহেদুর আলমের ভোট দেয়ার একটি ছবি তার ফেইসবুকে পোস্ট করেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উঠে সমলোচনার ঝড়। এই ছবিতে তাঁর সাথে স্থানীয় ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান সহ আরেক কর্মীকে দেখা যায়।
জানতে চাইলে শাহেদুল আলম স্বীকার করে বলেন, নেতাকর্মীরা গিয়েছে নির্বাচন পরিস্থিতি অবলোকন করতে; সাথেও আমিও ছিলাম। এই ফাঁকে দুষ্টুমির ছলে ছবি তোলা; তবে এখানেতো অন্যদলের প্রার্থী নেই সব আওয়ামীলীগের প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেয়ার বিষয় অস্বীকার করে তিনি বলেন, আমি ফেইসবুকে এ ছবিটি দেইনি। তবে কে বা কারা দিয়েছে আমি জানি না।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, অন্য ইউনিয়নের ভোটার গিয়ে সেখানে ভোট দেয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ এমনটায় করে তাহলে সেটা জাল ভোট। আমরা খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।