
আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দিনব্যাপী চলা ভোট কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকের আজিজুল হক চৌধুরী ৮ হাজার ৫২০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন মোহাম্মদ আলী আনারস প্রতীকে ১১৮ ভোট, নাজিম উদ্দিন সুজন মোটর সাইকেল প্রতীকে ৬৬ ভোট, হাসান জিয়াউল ইসলাম ঘোড়া প্রতীকে ৫৭ ভোট, মো. নাজিম টেলিফোন প্রতীকে ৪২ ভোট ও আব্দুল মালেক মানিক চশমা প্রতীকে ৩৫ ভোট।এদিকে নির্বাচনে কম ভোট পাওয়ায় ৫ স্বতন্ত্র প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, প্রতি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলেও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থী মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিকের (চশমা) এজেন্টদের।
এছাড়াও সকাল থেকে দু’য়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটা কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন,আমি পরৈকোড়া ইউনিয়নের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করায়। আমি আগামীতে সকলকে সাথে নিয়ে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব।