
প্রেস কাউন্সিল আইন হচ্ছে বলে কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক যে তথ্য দিয়েছেন, তা নাকচ করে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফলে দেশে সাংবাদিকদের জন্য নতুন কোন আইন হচ্ছে না।
বুধবার (১৫ জুন) সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রেস কাউন্সিলের বেশির ভাগ সদস্যই হচ্ছেন সাংবাদিক ও সম্পাদক। তারা এটিকে শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইনকে সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন। তবে দেশে কোনো নতুন আইন হচ্ছে না। তিনি (প্রেস কাউন্সিলের চেয়ারম্যান) কী বলেছেন, সেটা আমিও পত্রিকায় দেখেছি। আসলে বিষয়টি সে রকম নয়।’
মন্ত্রী আরো বলেন, ‘সংশোধনী প্রস্তাবটি পাঁচ বছর আগের। এটি প্রেস কাউন্সিলের সদস্যরাই করেছেন, আপনারা তাদের কাছ থেকেই জানতে পারবেন। প্রথমত আমি বলি, বর্তমানে প্রেস কাউন্সিলের যে আইনটা আছে তা প্রায় ৫০ বছরের পুরনো। এ জন্য সদস্যরা প্রায় পাঁচ বছর আগে একটি প্রস্তাব তৈরি করেছিলেন।’