
মর্নিং রাইস কিংবা ইরেকশন (সকাল বেলা লিঙ্গ উত্থিত হওয়া) নিয়ে অনেক পুরুষই বিব্রত হন, কিন্তু জানেন কি এটি আপনার উন্নত সেক্সুয়াল লাইফের পাশাপাশি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি মুক্তি নির্দেশ করে?
– এস. এম. ইকরাম হোসাইন
http://www.fb.com/Sabyasachi.Bangladesh
জ্বি, গবেষণা এটিই বলছে। স্বাস্থ্য পরামর্শক ও গবেষক এস. এম. ইকরাম হোসাইন তার অফিশিয়াল ফেসবুক পেইজ – ‘সব্যসাচী- Sabyasachi’ এ বিষয়ে বলেন – পুরুষের মর্নিং ইরেকশন তাদের স্বাভাবিক যৌনজীবনের নির্দেশক; এসব পুরুষ ইরেকটাইল ডিস্ফাংশন, প্রিম্যাচিউর ইজাক্যুলেশনসহ নানান যৌন সমস্যা থেকে মুক্ত থাকেন। অন্যদিকে যাদের সকালে লিঙ্গ উত্থান হয়না তা তাদের দৈহিক স্বাভাবিক রক্তচলাচলে বিঘ্নতা নির্দেশ করে। এসব পুরুষ যৌন সমস্যার পাশাপাশি স্ট্রোক, হৃদরোগ ও অন্যান্য রক্ত সংবহনতন্ত্রজনিত সমস্যার ঝুঁকিতে থাকতে পারেন।
সাম্প্রতিক বেলজিয়ামের এক গবেষণায় বলা হয়েছে – সকালে ঘুম থেকে উঠার সময় যাদের লিঙ্গোত্থান হয় তাদের স্ট্রোক ও হৃদ্রোগের আশঙ্কা অপেক্ষাকৃত কম। গবেষক দলের মতে দৃঢ় লিঙ্গোত্থান রক্ত চলাচল ভাল থাকার ইঙ্গিত। তাই লিঙ্গোত্থানে কোনও ধরনের সমস্যা হলে, তা সংবহনতন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে।
আন্তর্জাতিক এক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এই গবেষণা বলছে, যে ব্যক্তিদের ঘুম থেকে ওঠার সময় দৃঢ় ভাবে উত্থিত হয় পুরুষাঙ্গ, তাঁদের হৃদ্রোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ২২ শতাংশ কম। বেলজিয়ামের ১৮০০ মানুষের উপর চালানো হয় এই গবেষণা।
কিন্তু কেন এমন হয়? প্রধান গবেষক ও এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ লিন আন্তনিয়োর দাবি, লিঙ্গোত্থান দেখে বোঝা যায় যে, সংশ্লিষ্ট ব্যক্তির দেহে রক্তসঞ্চালন ভাল হচ্ছে। অন্য দিকে লিঙ্গ শিথিলতা ঠিক ভাবে রক্তসঞ্চালন ভাল না হওয়ার ইঙ্গিত হতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের।