
লক্ষ্মীপুরের রায়পুরে আলী হোসেন নামের এর কৃষকের ২ শতক জমি জোর করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওয়ার্ড যুবলীগের নেতা কামাল সর্দারের বিরুদ্ধে। জমি দখলে বাধাদিতে গেলে অভিযুক্ত কামাল সর্দার প্রভাব খাটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী হোসেন কে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন ভুক্তভোগী আলি হোসেন ।
ঘটনা টি ঘটেছে রায়পুর উপজেলার ০১ নং চর আবাবিল ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে। এ ঘটনায় স্থানীয় একাধিক জনের সাথে কথা বলে জানাযায় চর আবাবিল মৌজার ২৫০ নাম্বার আরএস খতিয়ানে
২ শতাংশ জমি খরিদ সুত্রে ক্রয় করেন কামাল সদ্দার, গংদের বুজিয়ে দেওয়া হয়, কিন্তু তারা একই জমি ৩৪৩৮, ৪৩৪১, ৪৬০৬ বিভিন্ন দাগে অতিরিক্ত ভোগ দখলের চেষ্টা করে আসছেন।
স্থানীয় আবুল হোসেন, রহমত উল্ল্যা,(ছদ্মনাম) জসিম উদ্দিন (ছদ্মনাম) সহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান দীর্ঘদিন ধরে দেখে আসছি কামাল হোসেন এবং আলি হোসেনের গংদের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এর মধ্যে গত মঙ্গলবার ১৪ জুন তারিখে কামাল সর্দার গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী হোসেন গংদের জমিদখলে নেওয়ার চেষ্টা করেন এসময় আলি হোসেন গংরা জমি দখলে বাধাদিলে কথা কাটাকাটির সৃষ্টি হয় এবং একপর্যায়ে আলি হোসেনের স্ত্রী এবং ভাবির গায়ে হাত দেওয়ার ঘটনা ও ঘটে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হযরত আলি বলেন এ বিষয়ে জানার পর আমি কামাল সদ্দার কে জমিতে ঘর নির্মান করতে নিষেধ করি এবং বিকেলে স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে বিষয়টি সামাধানের জন্যে বলি কিন্তু সে অমান্য করে ঘর নির্মান করতে যায় পরে আলী হোসেনর সাথে কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় অভিযুক্ত কামালের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয় নি।
অন্যদিকে অভিযুক্ত কামাল সদ্দারের পিতা আব্দুল আলি সর্দার বলেন এই জমি আমরা বহু বছর থেকে দখলে আছি, খতিয়ান অনুযায়ী দাগ নাম্বার অনুসারে আমাদের জমিতে ঘর নির্মান করতে গেলে আলি হোসেন ঘর নির্মানে বাদা দেয়।
leave your comments