
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ।
অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সর্বশেষ ব্যাটার জেইডেন সিলসকে এলবিডব্লিউ করে ক্রিকেটের তিন ফরম্যাটে উইকেটের ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন মিরাজ।
মাইলফলকের দিনে ৫৯ রানে ৪ উইকেট শিকার করেন মিরাজ। মিরাজের এমন পারফরম্যান্সে দিনশেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫০ রান। স্বাগতিকদের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে ১১২ রানে।
leave your comments