
সিলেটে বন্যার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কণ্ঠশিল্পী তাসরিফ খান। ছুটে যায় সিলেটে।
সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে ফেসবুকে লাইভ করে তুলে দরেন তাসরিফ প্রথম লাইভে ১৬ লাখের মতো টাকা আসে তাদের কাছে। তারপর তাঁদের লেনদেনের সীমা শেষ হয়ে যায়। কোনো কূলকিনারা পাচ্ছিল না তাশরিফের দল। পরে গতকাল আবারও মানুষের কাছে সহায়তা চেয়ে ফেসবুক লাইভ করেন এবং মুঠোফোনে আর্থিক লেনদেনের নম্বর দিয়ে দেন। সেই নম্বরগুলোতে গত ২৪ ঘণ্টায় জমা হয়েছে এক কোটি টাকার বেশি।
গতকাল করা তার দ্বিতীয় লাইভ থেকে এ পর্যন্ত আরও ১ কোটি ২০ লাখ টাকা উঠেছে বলে তাসরিফ গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আগামীকাল সকাল অবধি তার তোলা মোট টাকার পরিমাণ দেড় কোটি ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা তরুন এই গায়কের। সিলেট ও সুনামগঞ্জের পাশাপাশি এই টাকা দিয়ে দেশের আরও কিছু বন্যাদুর্গত এলাকায় সাহায্য করবে বলে জানিয়েছে তাশরীফ।
তাসরিফ জানায় আগে আমরা শুকনো খাবার দিয়েছি। এবার চাল–ডালসহ সব ধরনের খাবার দেব। আগামী চার দিন ধরে চলবে আমাদের এই সহায়তা। প্রতিদিন আড়াই হাজার পরিবারের পাশে থাকব। আর আমরা সিলেট থেকে দূরবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়াব। যেখানে এখনো হয়তো ত্রাণসহায়তা পৌঁছায়নি। আমাদের টিমের সদস্য রয়েছে দুই শতাধিক। সবাই রাতদিন কাজ করছেন।’
মানুষের প্রতি তার এই ভালোবাসা আর তার প্রতি মানুষের এই বিশ্বাসে অনেকে অভিভূত! তাশরীফের মতো তরুণরা যখন মানবতার গান গায় তখন তা কতদূর ছড়িয়ে যেতে পারে এটাই তার প্রমাণ। এই তারুণ্যের হাত ধরে মানবতার জয় হোক। হাসি ফুটুক দেশের বন্যাদুর্গত মানুষের মুখে।
leave your comments