
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম আজ তার নির্বাচনী এলাকার হাওর বেষ্টিত কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পুনঃসংস্কার, ক্ষতিগ্রস্তদের পূণর্বাসন, প্রাথমিকভাবে নিয়মিত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখাসহ নিয়মিত খোঁজ খবর রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে চাতলপাড়, ভলাকুট, গোয়ালনগরের বন্যাদূর্গত লোকদের খোঁজখবর নেন ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংবাদ সারাবেলাকে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলায় কেউ অভুক্ত থাকবেনা। নাসিরনগরের আনাচে কানাচে যখনই কেউ বিপদে পড়বে আওয়ামীলীগের নেতা-কর্মীরা ছুটে যাবে তাদের পাশে। আমি নিজেও অসহায় – দুস্থদের পাশে ছুটে যাচ্ছি নিয়মিত। কারণ বাংলাদেশ আওয়ামীলীগ জনগণের দল, জনগণের সরকার। জনতার সেবাই এ দলটির লক্ষ্য।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাফিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুনজ্যোতি ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সাইফ উদ্দিন আহাম্মদ শিবলী, উপজেলা যুবলীগের আহবায়ক রায়হান উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাসিরুদ্দিন রানা, আওয়ামীলীগ নেতা লতিফ হেসেন, আওয়ামীলীগ নেতা বশির আল হেলাল, গুণিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, যুবলীগ নেতা জানে আলম সায়েম ভূঁইয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া সহ উল্লেখিত ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।