
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়শা আকতার ও যুগ্ন সম্পাদক শাহানাজ আক্তারের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ জুন) বিকালে উপজেলার শান্তিরহাট থেকে এ আনন্দ শোভাযাত্রা বের করে শান্তির হাট বাজার থেকে শুরু হয়ে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়শা আকতার, যুগ্ন সাধারণ সম্পাদক শাহানাজ আক্তারসহ শতাধিক মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগিতা করেন পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পার্থী মো.সোহেল।