
চকবাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে আজ বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগর জাতীয় ওলামা পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আনিসুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও মাওলানা রবিউল আলম শিকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ,প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় জাপার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের,বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর কামাল,শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা পার্টির যুগ্ম আহবায়ক ও কক্সবাজার জেলার সভাপতি মাওলানা শফিউল্লাহ জিহাদি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুর রহিম সোহেল,নগর জাপার সহ-সভাপতি মোহাম্মদ আলী,নগর জাপার সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনি,যুবনেতা ও সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জহির,দপ্তর সম্পাদক ছবির আহমদ, যুব নেতা ও নগর জাপার ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,প্রচার সম্পাদক কাজী ফজলে শাহীন,যুবনেতা আলী শুক্কুর,ছাত্রসমাজের সদস্য সচিব আবু হানিফ নোমান,নগর ওলামা পার্টির যুগ্ম আহবায়ক আমির হোসেন,মইন উদ্দিন,আহসান আলবীব,জাহেদ, তাওরাত,জসিম,নাজিম,জোবায়ের,মহিউদ্দিন, ফারুখ,ইয়াসিন ছাত্রনেতা আরাফাতুল আলম কচি, আবু হাসানসহ প্রমুখ।
কর্মী সভায় প্রধান অতিথি জননেতা সোলায়মান আলম শেঠ বলেন, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করা উচিত। বাংলাদেশ ধর্মের নামে হিংসাকে সমর্থন করে না। ধর্মকে ব্যবহার করে প্রায়ই দেশে উন্মাদনা সৃষ্টি এবং নানা রকম হিংসাত্মক কার্যকলাপ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তৎপরতা চালানো চর্চায় দাঁড়িয়েছে।
জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি, গোষ্ঠী নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে জীবন যাপন করবে; নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন ও আচার-অনুষ্ঠান করবে; আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে- এটা জাতীয় আকাঙ্ক্ষা। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী পুনর্বার প্রমাণ করে, দেশে আইনের শাসন শূন্যের কোঠায় পৌঁছেছে এবং বাংলাদেশের সংবিধানপ্রদত্ত সব ধর্মাবলম্বীদের সমভাবে ধর্মচর্চা করার নিশ্চয়তার বাস্তবে কোনো প্রতিফলন নেই। তাই জাতীয় পার্টির সরকারের কোন বিকল্প নাই।
প্রধান বক্তা মাওলানা আল জুবায়ের কর্মী সভস্য বলেন নুপুর শর্মা ও জিন্দালের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। বাংলাদেশ সরকার যেন রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানায় সেই দাবি জানাচ্ছি। সেই সাথে হুশিয়ারী উচ্চারণ করে বলেন আমাদের প্রাণপ্রিয় নবী (সাঃ) এর অপমান কোনোভাবেই বরদাশত করা হবেনা। পৃথিবীর যে প্রান্তেই নবী (সাঃ)কে অবমাননা করা হোক না কেন ধর্মপ্রাণ মুসলমানেরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাবে।জাতীয় পার্টির শাসনামলে ইসলাম সহ সকল ধর্ম লোকেরা ছিল নিরাপদ।ইসলাম কে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করেছিল পল্লীবন্ধু এরশাদ স্যার।শুক্রবার পবিত্র জুমা সরকারি বন্ধ ঘোষণা করেন।মসজিদ,মন্দির,গীর্জা সহ সকল উপসনালয়গুলোতে বিদ্যুৎ বিল মওকুফ ছিল এবং আলেম ওলামাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হত।
কর্মী সভা শেষে প্রধান অতিথির সুপারিশক্রমে মাওলানা আনিসুর রহমান মিনহাজ কে আহবায়ক ও মাওলানা রবিউল আলম শিকদার কে সদস্য সচিব করে ৩১ জন বিশিষ্ট নগর ওলামা পার্টি আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রধান বক্তা।সকল থানায় ও মাদ্রাসায় ওলামা পার্টিকে শক্তিশালী করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।