
বাজে ফর্ম আর ভঙ্গুর ফিটনেসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক ইয়ন মরগান। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম দৈনিক গার্ডিয়ান। গণমাধ্যমটি আরো জানিয়েছে এই বিষয়ে চলতি সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
নেদারল্যান্ডসের বিপক্ষে যেখানে ইংলিশ ব্যাটাররা নিজেদের ব্যাটে তুলছে ঝড় যেখানে ব্যাট হাতে দুই ইনিংসে খালি হাতে ফিরেছে অধিনায়ক মরগান।তাইতো ডাচদের বিপক্ষে সিরিজের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলেছিলেন, ‘যখন আমার মনে হবে যে আমি সেরাটা দিতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না, তখনই আমি (ক্যারিয়ার) শেষ করব।’
২০০৯ সালে আয়ারল্যান্ড থেকে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলেন মরগান। পরবর্তীতে সাদা বলের দুই ফরম্যাটেই দেশটির অধিনায়কের দায়িত্ব ও পালন করেছিলেন তিনি। খেলোয়াড়ী জীবনে এখন পর্যন্ত ২২৫ ওয়ানডে ম্যাচে ১৩ শতকে প্রায় ৭ হাজার রান এবং ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় আড়াই হাজার রান করেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আগামী জুলাইতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। তবে যদি সেই সিরিজের আগেই মরগান নিজের অবসরের ঘোষণা দেন তাহলে নতুন কোন অধিনায়ক নির্বাচন করতে হবে ইংলিশদের। যেই জায়গায় সবার উপরে নাম রয়েছে দলটির বর্তমান সহ-অধিনায়ক জস বাটলারের।