
আগামীকাল ২৮ জুন (মঙ্গলবার) দেশে আসছে দুবাইয়ে নিহত মো. আব্দুল শুক্কুর (২৫) এর মৃত দেহ। খবরটি স্বাধীন বাংলা ৭১ কে নিশ্চিত করেছে শুক্কুরের খালাত ভাই ও ভগ্নিপতি এম.এ আইয়ুব। তিনি বলেন, আজ ২৭ জুন (সোমবার) দুপুর ২ টায় সংযুক্ত আরব আমিরাত দুবাই, সোনাপুর, মোহছেনা নামক স্থানে মরহুম আব্দুল শুক্কুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দুবাই থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিডি১৪৮ ফ্লইাটে করে স্থানীয় সময় ১২:০৫ মিনিটে রওনা দিবে। পরদিন ২৮ জুন (মঙ্গলবার) সকাল ৬:৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে।
উল্লেখ্য, গত ১৭ই জুন (শুক্রবার) গায়ে জ্বর হয় আব্দুল শুক্কুরের। সকাল ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সংযুক্ত আরব আমিরাতের আজমান, শেখ খলিফা হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো.আব্দুল শুক্কুরের বাড়ী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে। তিনি ঐ ইউনিয়নের মাইজপাড়া ৯নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্দুল মালেকের পুত্র। জীবিকার তাগিদে ১ বছর ৭ মাস আগে প্রবাসে পা রাখেন মো.আব্দুল শুক্কুর। এদিকে মো.আব্দুল শুক্কুরের আকস্মিক মৃত্যুর খবর শুনে ও দেশে আনার খবর ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।