
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সনাতন ধর্মালম্বীরা।
রথযাত্রা উপলক্ষ্যে ১জুলাই (শুক্রবার) সকাল হতেই নাসিরনগরের ফান্দাউকে অবস্থিত শ্রী শ্রী পাগল শংকর আখড়া ও শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা,আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।
প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়, রথযাত্রা উপলক্ষে নাসিরনগরের বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম করোনায় আক্রান্ত হওয়ায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করলে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রা এর শুভ উদ্বোধন করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ, নাসিরনগর থানা অফিসার ইন চার্জ মো. হাবিবুল্লাহ বাহার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ সাইফ উদ্দিন আহাম্মদ শিবলী প্রমুখ।
এসময় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন নাসিরনগর উপজেলা। এখানে স্ব স্ব ধর্ম, ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন সকল ধর্মের মানুষ। তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পরিক হৃদ্যতার সম্পর্ক যুগ যুগ ধরে চলছে ও চলবে।
এদিকে বিকেল ৪.৩০ দুটি রথ নিজ নিজ আখড়া থেকে ভক্ত ও সেবােয়তগণ টেনে ফান্দাউক বাজার শ্রী শ্রী কালি মন্দিরে ও বাজার পরিক্রমা শেষে যথাক্রমে পাগল শংকর আখড়া ও গোপীনাথ আখড়ায় নেওয়া হয় এবং আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।