
মুহাম্মদ মামুন মুন্সি,দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
শতাব্দীর ভয়াবহতম বন্যায় বিধ্বস্ত ঘর বাড়ির ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ কল্যান তহবিল থেকে বন্যায় বিধ্বস্ত বাড়ি ঘর পুনঃনির্মাণে সহায়তার জন্য গতকালকের ন্যায় আজও বিধ্বস্ত ঘর বাড়ির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পরিবারে প্রতি নগদ অর্থ ১০,০০০/ দশ হাজার টাকা হারে পৌঁছে দেয়া চলমান করেছে ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ,উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা, উপজেলা কৃষি অফিসার শেখ মুহাম্মদ মহসিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আম্বিয়া আহমদ, দোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য এরশাদ, ইউপি সদস্য কামরুল ইসলাম, ইউপি সদস্য কাসম আলী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে।