
মক্কায় হজ পালনে গিয়ে আরো এক বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে মক্কায় এখন পর্যন্ত হজ্ব পালন করতে গিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ জন নারী ৪ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানা গেছে। নিহত হজ্বযাত্রীর নাম মোঃ আব্দুল মোত্তালিব (৫৮)। ৪ জুলাই মক্কা আল-মুকাররমায় মারা যান মোত্তালিব। তিনি নওগাঁ জেলার সাপাহারের তিলনা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর BT0686710।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশী হজযাত্রী।