
নরসিংদীর বেলাবো তে আজ জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাতীয় পার্টি কার্যালয়ে জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বেলাব-মনোহরদী সমন্বয়কারী মোহাম্মদ নেওয়াজ আলী ভূঁইয়া। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় পার্টির কার্যালয়ে। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নেওয়াজ আলী ভূঁইয়া বলেন, এ দেশের উন্নয়নের মূল ভিত্তি রচনা করেছিল জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত । প্রত্যেকটি উপজেলা পরিষদ প্রত্যেকটি ইউনিয়নে স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ সহ তিনি এ দেশের উন্নয়নের বিপ্লব রচনা করেছিলেন।
পল্লীবন্ধু এরশাদ পল্লীর মানুষের উন্নয়নের মাধ্যমে সারাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন যার ফলাফল এখনো পর্যন্ত বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনতা ভোগ করছে। অথচ এই জাতীয় পার্টি সাথেই বারবার বিমাতাসুলভ আচরন করা হচ্ছে। আর বসে থাকার সময় নয় জাতীয় পার্টির সকল কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এ সময় জাতীয় পার্টির উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম পন্নী, মো. আদিলুজ্জান আদিল, মো. আইনুদ্দীন, মো. আব্দুর রহিম, মো. ফাহাদ হোসেন, মো. নাজিবুল কালাম কবির, বিলকিস বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী মো. নেওয়াজ আলী ভূঁইয়া নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।