
রাউজানের শিক্ষাসেবামূলক প্রতিষ্ঠান মেধা কোচিং সেন্টারের প্রেষণামূলক সভা ‘আমরা করব জয়’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫ টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর আল-মক্কা কমপ্লেক্সের ৩য় তলায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আই-কিউ টেস্ট, গ্রুপ স্ট্যাডি, মডেল টেস্ট, শিক্ষা আড্ডা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে এই প্রেষণামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আরফাত ইসলাম।
মহিন উদ্দিনের সঞালনায় সভায় প্রেষণামূলক বক্তব্য রাখেন কে.এম.ফাহিম,মো.কাউছার আলম, শায়েল নিশান, মো.শাহিন আলম, লুৎসার রহমান সোহান, আরাফাত মালেক ফাহিম, শিক্ষার্থী প্রতিনিধি কাজী নঈম উদ্দীন সাকিব ও প্রিয়া মহাজন প্রমুখ। সভা শেষে অতিথিরা মাসিক মানোন্নয়ন প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।