
মোঃএনামুল হক বাবু বিনোদন প্রতিবেদন
কয়েক দিন পরেই ঈদুল ফিতর। প্রতিবছর এই সময়ে বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশ পেয়ে থাকে। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। করোনার কারণে মিউজিক ভিডিও অনেকেই প্রকাশ করতে পারেননি। কিন্তু করোনা উপেক্ষা করেই রবিউল ইসলাম জীবন-মিনার রহমান নিয়ে এসেছেন ‘তোমার দখলে’ শিরোনামের নতুন গান।
ঈদ উপলক্ষে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ করেছে সাউন্ডটেক। গত ২০ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটি নির্মাণ করেছেন শরীফ আল দীন।
গান প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এক বছর আগে মিনার রহমানের কথা ভেবেই গানটি লিখেছিলাম। রেজওয়ান শেখ মেলোডির ওপর দারুণ একটি সুর করেছেন। সংগীতায়োজনও হয়েছে মনে লাগার মতো। মিনার রহমান অন্তর থেকে গানটি গেয়েছেন।
