
নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মৎস্য পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রাক্টরকে ক্রেস্ট প্রদান এবং সাগরে বিভিন্ন দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়।