
ক্রিকেটের তিন ফরম্যাটে খেলা খেলোয়াড়দের জন্য কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন আগেই। খেলছেন কেবল ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট। তারপরও ব্যস্থ সূচী থাকার কারণে পরিবারকে সময় দিতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। বলছেন তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য কঠিণ হতে যাচ্ছে।
এমন প্রসঙ্গে ডি কক বলেন, “তিন ফরম্যাটে খেলা খেলোয়াড়দের জন্য কঠিন হতে যাচ্ছে। এখন অনেক বেশি খেলা হচ্ছে। খেলোয়াড়দের এই সিদ্ধান্ত গুলো নিজে নিতে হবে। তারা যদি তিন ফরম্যঅটে খেলতে পারে তাহলে খুশিই হবো। তবে তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি যেমন আমার সিদ্ধান্তে খুশি।”
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটের ব্যস্থ সূচীর কারণে পরিবারকে সময় দিতে পারছেন না জানিয়ে ডি কক আরো বলেন, ” টেস্ট থেকে অবসর আমাকে অন্তত এ বছরে ফাঁকা সময় এনে দেয়নি। আমার নিজের মতামতের ভিত্তিতে সামনে অন্তত কিছু ম্যাচ খেলতে হবে। আমি খুশি মনেই খেলব। এটাও এক ধরনের ত্যাগ স্বীকার। তবে আমি ধীরে ধীরে এমন এক সময়ে যাচ্ছি যেখানে আমি আমার ক্যারিয়ার রাখতে চেয়েছি। আপনি গতিতে যেখানে যেতে পারলেই আমি খুশি।”