
সাম্প্রতিক অতীতে দর্শকমনে দক্ষিণী ইন্ডাস্ট্রির যে ছবিগুলি দাগ কাটতে সমর্থ হয়েছে, তার মধ্যে অবশ্যই নাম থাকবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise) ছবিটির। বক্স অফিসেও দারুণ সফল হয়েছে ছবিটি। সাউথের এই ব্লকবাস্টার সিনেমার শেষেই জানা গিয়েছিল ছবিটির সিক্যুয়েল (Pushpa: The Rule) আসতে চলেছে। তবে সেই সিক্যুয়েলে থাকবে একাধিক চমক। ছবির সঙ্গে জড়িত সূত্র মারফৎ জানা গিয়েছে এমনই কয়েকটি সংবাদ।
পুষ্পা সিনেমার নামের সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের নাম বেশ মুখে মুখে। ভক্তরা ‘পুষ্পা টু’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সিনেমা সংশ্লিষ্ট গ্রুপগুলো উঁকি মারলে এমনটাই দেখা যাচ্ছে। দ্বিতীয় কিস্তির জন্য দর্শকদের তর সইছে না। এবার জানা গেছে নতুন খবর। পুষ্পার সিরিজের নতুন কিস্তি আসছে। নাম ‘পুষ্পা: দ্য রুল’। সিনেমার বাজেট ধরা হয়েছে ৩৫০ কোটি ভারতীয় রুপি। কিন্তু এ বাজেট ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।
পুষ্পা’র সিক্যুয়েলে খুব বেশি থাকবেন না রশ্মিকা। তবে তাঁর মৃত্যুর পর আল্লুর জীবনে আর কাউকে আনা হবে কিনা তা এখনও নির্মাতারা ঠিক করেননি। তবে শুধু এই একটি চমকই নয়, থাকবে আরও একটি বড় চমক। জানা যাচ্ছে, সুপারহিট এই ছবির সিক্যুয়েলে একজন ভিলেন নয়, বরং দু’জন ভিলেন থাকতে চলেছেন। ফাহাদ ফাসিলের চরিত্রের সঙ্গে দক্ষিণের আর এক সুপারস্টারকেও আল্লু অর্জুনের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। এতে আল্লুর সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতিকেও। তাদের সঙ্গে রাশমিকা মান্দানা তো থাকছেনই।
ছবির যা চিত্রনাট্য তৈরি হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে, ‘পুষ্পাঃ দ্য রুল’এর শুরুতেই পুষ্পার প্রেমিকা শ্রীভল্লিকে মেরে দেবে ভওয়ার সিং শেখাবত অর্থাৎ ফাহাদ ফাসিলের চরিত্রটি। এরপর আল্লু অর্জুন সেই খুনের প্রতিশোধ নেবেন। দর্শকদের মনোরঞ্জনের জন্য ছবির নির্মাতাদের তরফ থেকে প্রতি মুহূর্তে একাধিক চমক আনা হচ্ছে। এবার দেখা যাক, সুপারহিট ‘পুষ্পা’র সিক্যুয়েল দর্শকদের মন জয় করতে পারে কিনা।