
চট্টগ্রামে বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার ডিসি রোড আজিজ টাওয়ার বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছে মো. মাঈনুর রহমান চৌধুরী (১২) নামে এক শিশু।
রবিবার (২৪ মার্চ) সকালে বাকলিয়া থানাধীন দেওয়ানবাজার ডিসি রোড আজিজ টাওয়ার থেকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে নিখোঁজ হয় সে। মাঈনুর রহমান চৌধুরী আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন হাজী নুরনবি চৌধুরীর বাড়ির মো.হাবিবুর রহমান চৌধুরীর একমাত্র ছেলে। শিশুটি আন্দরকিল্লাস্থ মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এই বিষয়ে নিখোঁজ মাঈনুর রহমান চৌধুরীর বাবা হাবিবুর রহমান চৌধুরী গতকাল ২৫শে জুলাই বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।তাহার জিডি নং-১১৬১।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়,মো.মাঈনুর রহমান চৌধুরী (১২)বাকলিয়া থানাধীন দেওয়ানবাজার ডিসি রোড আজিজ টাওয়ার এর নিচ তলায় হাবিবুর রহমান চৌধুরীর ছোট বোন লাভলী আক্তার (রিটু)এর বাসায় থাকিয়া মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় আন্দরকিল্লাস্থ ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে।গত ২৪শে জুলাই সকাল আনুমানিক ৯ঘটিকার সময় স্কুলে যাওয়ার কথা বলে বাহির হওয়ার পর বাসায় আর ফিরে আসে নাই।সম্ভাব্য সব জায়গায় খোঁজ সন্ধান পাওয়া যাই নাই।মাঈনুর রহমানের বর্ণনা উচ্চতা ৪’-৮’গায়ের রং ফর্সা,মুখমণ্ডল গোলাকার,শারীরিক গঠন মাঝারী,পরনে কালো প্যান্ট, সাদা হাফ শার্ট ছিল।নিখোঁজ মঈনুর রহমান চৌধুরী শুদ্ধ ভাষায় কথা বলে।
নিখোঁজের চাচা চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী স্বাধীন বাংলা ৭১ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন,রবিবার সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হলে নিখোঁজ হয় ভাতিজা মাঈনুর রহমান চৌধুরী । আশপাশের বিভিন্ন জায়গা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও ভাতিজার হদিস পাওয়া যায়নি।
মাঈনুর রহমানের বাবা মো. হাবিবুর রহমান জানান, আমরা চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এখনো কোনো খোঁজ খবর পাইনি।
এই ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান,নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখনো মাঈনুর রহমান চৌধুরীর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।