অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৪৭৮ কোটি টাকায় সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ফরাসি ডিফেন্ডার জোলস কুন্দে।
কুন্দেকে নিয়ে ইতিমধ্যে দুই ক্লাবও সম্মত হয়ে গেছে। তবে বাড়তি টাকা নিয়ে একটু সমস্যা থেকে গেছে দুই ক্লাবের মধ্যে। প্রায় ১কোটি ইউরো (৯৭ কোটি টাকার সমপরিমাণ) অর্থ সেভিয়াকে এই চুক্তির অধীনে বার্সেলোনা দেবে বিভিন্ন শর্তসাপেক্ষে। যে কারণে এখনো কুন্দের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তবে এই প্রসঙ্গে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে, “এই নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছে বটে, কিন্তু এই ১ কোটি ইউরো বা ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থের জন্য এই চুক্তি মুখ থুবড়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই।”