
মুহাম্মদ মামুন মুন্সি দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
২৮ জুলাই রোজ বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, ঐতিহাসিক দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধুর গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা, আরও উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি আবুল মিয়া,প্রমুখ।
বালকদের ফাইনালে দেওয়ান নগর প্রাথমিক বিদ্যালয়(ট্রাফিকার)৩-০ গোলে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ও বালিকাদের ফাইনালে বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে এরুখাই পাড়া প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।