
চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের মহতরপাড়ায় ফেরি করে মরিচ বিক্রি করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে ছিনিয়ে নেয়া টাকা ফিরিয়ে পেলেন ফেরিওলা নুরুল ইসলাম (৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাতরী ইউনিয়নে চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলসহ স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় অভিযুক্তদের স্বজনরা এ টাকা ফিরিয়ে দেন।গত মঙ্গলবার বিকালে উপজেলার চাতরী ইউনিয়নে মহতরপাড়া পূর্ব মসজিদ কবরস্থানে ফেরিওলা নুরুল ইসলাম (৫৫) কে মারধর করে মহতরপাড়া এলাকার মো. খোকন (২৪) ও মো. সাইফুল (২২) টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ফেরিওলা নুরুল ইসলাম (৫৫)। এঘটনায় থানাও অভিযোগ দায়ের করেন তিনি।
তিনি বলেন, চেয়ারম্যান না থাকলে কখনও তাদের সনাক্ত এবং জড়িতদের পরিবারের কাছ থেকে টাকা গুলো ফিরিয়ে পেতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করছি চেয়ারম্যানের প্রতি।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবদুল মান্নান আজাদ জানান, পটিয়া জিরি এলাকার ক্ষুদ্র মরিচ ব্যবসায়ী ফেরি করে এলাকায়-এলাকায় গিয়ে মরিচ ক্রয় করে তা বিক্রি করেন। গত মঙ্গলবার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামে মরিচ কিনতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। মরিচ বিক্রির কথা বলে ছিনতাইকারী একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে মারধর করে ছিনিয়ে নেন ২৫ হাজার টাকা। ঘটনাটি তাৎক্ষণিক আমাদের চেয়ারম্যান মহোদয়কে জানানোর পর অপরাধীদের ধরতে ছুঁটে যায় ঘটনাস্থলে। আহত ব্যবসায়ী ও স্থানীয়রা অপরাধীদের সনাক্ত করেন। সনাক্তের পর আমরা জড়িতদের পরিবারকে ঔই ব্যবসায়ীর টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দেন চেয়ারম্যান এবং জড়িত স্বজনরা টাকা ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তার হাতে ২৫ হাজার টাকা ফিরিয়ে দেয়া হয়। জড়িতদের ধরার চেষ্টা চলছে পুলিশের সহযোগিতায়।
স্থানীয় চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ‘আহত ব্যবসায়ী বিষয়টি আমাকে জানানোর পর তাৎক্ষণিক আমি স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠায় এবং ছিনতাইকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পরামর্শ দিই। জড়িতদের স্বজনরা মরিচ ব্যবসায়ীর ছিনিয়ে নেয়া টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এঘটনায় থানায় অভিযোগও করেন জড়িতদের বিরুদ্ধে। তারা পালিয়ে বেড়াচ্ছে, তবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের পরিবার ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা ফিরিয়ে দেন।তিনি আরো বলেন, আমার ইউনিয়নে কোনো অপরাধীর স্থান নেই। তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।