
কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০১৭ সাল হতে আহলে সুন্নত ওয়াল জামাত পরৈকোড়া ইউনিয়ন শাখা শুরু হওয়া শোহাদায়ে কারবালা মাহফিল ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। এই কর্মসূচী পালনের মাধ্যমে নবী প্রেমিক আশেকদের অন্তরে আওলাদে রাসূল (দ:) এর প্রতি অজস্র ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে এলাকায় ইসলামী নীতি নৈতিকতার শিক্ষালাভে ধন্য হচ্ছে মুসলিম জনতা।গত ২বছর করোনা মহামারির কারণে বড় পরিসরে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয় নাই।তাই এই বছর ৫দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও,বর্তমানের পরিস্থিতি বিবেচনা করে সকলের সর্বসম্মতিক্রমে ৩দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে।গতকাল সন্ধ্যায় সভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া বক্তব্য এসব কথা বলেন।
২৯শে জুলাই শুক্রবার সন্ধ্যায় আঞ্জুমানে পাক পাঞ্জতন শাহ্ আলী রজা (রহঃ)ট্রাষ্ট অফিস কক্ষে আহলে সুন্নাত ওয়াল জমাআত ৯নং পরৈকোড়া ইউনিয়নের ব্যবস্থাপনায় পবিত্র আশুরা উপলক্ষে ৩ দিনব্যাপী পবিত্র শোহাদা-ই কারবালা মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় উপস্থিত ছিলেন কারবালা মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া,শাহজাদা নেছার মিয়া,আরফ আলী,লেদু মিস্ত্রী,মো.লোকমান,মো.সেলিম,জসিম উদ্দীন,মো.হিরুসহ প্রমুখ।