
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একের পর এক বেড়েই চলেছে চুরির ঘটনা। চোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। শনিবার(৩০ জুলাই) বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তম হাট এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ধাওয়া করে এক চোরকে ধরে পুলিশে দিলেন স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকালে রুস্তমহাট এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে। পরে পিএবি সড়কের বারখাইন রাস্তারমাথা এলাকার মাজার গেইট এলাকা থেকে তাকে ধরে পেলে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে মোটরসাইকেলসহ চোর আটকের খবর ছড়িয়ে পড়লে একাদিক সময় চুরি হওয়া মোটরসাইকেল মালিকেরা থানায় ভীঁড় করতে থাকে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান বলেন, শুক্রবার বিকালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। সে প্রাথমিক ভাবে মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্ততি চলছে।