
আনোয়ারার বৈরাগে বিট পুলিশিং সমাবেশ চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গী বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নোয়াব আলীর সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান।এসময় থানার ওসি তদন্ত আবদুর রহিম, এসআই কে.মংসহ ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, পুলিশি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার প্রত্যয়ে বিট পুলিশিং এ কার্যক্রম। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, নিজ এলাকা মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে পুলিশের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।