“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২৪ এপ্রিল চট্টগ্রাম জেলার রাউজান থানার উরকিরচর এলাকার জনৈক উজ্জল প্রসাদ দেবনাথ র্যাব-৭, চট্টগ্রাম এ অভিযোগ করেন যে, তার ছেলে উদয় দেবনাথ পাপন রাহুল (১৪) চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র। সে গত ১৮ এপ্রিল সকাল অনুমান ৮ টায় বাসা থেকে চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ সংক্রান্তে একটি ডাইরী করেন যার ডাইরী নং-৮৭২ তারিখ-১৯ এপ্রিল ২০২২ ইং।
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম অদ্য ০১ আগষ্ট ২০২২ খ্রিঃ তারিখ ১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার বাসষ্ট্যান্ড এলাকা হতে নিখোঁজ উদয় দেবনাথ পাপন রাহুল (১৪)কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে সনাক্ত করে। তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদ সে নিজেকে অসুস্থ্য বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কিভাবে ছিলো কিছুই বলতে পারেনা।
উদ্ধারকৃত ভিকটিম উদয় দেবনাথ পাপন রাহুল(১৪) কে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে।