
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ১নং সংরক্ষিত আসনের ইউপি সদস্যা জোবাইদা আকতার মিতুর বিরুদ্ধে প্রাক্তন স্বামী আবদুর গণিকে মারধরে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর মৌলনা হোসেন আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় সাবেক স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ ও স্ত্রী জোবাইদা আকতার মিতুকে অভিযুক্ত করে কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন স্বামী আবদুর গনি।
আবদুর গনি অভিযোগ করে বলেন, ২৩ বছর হলো আমাদের সংসারটা। আমাদের ঘরে একটি ১৫ বছরের মেয়েও রয়েছে। আমি শশুর বাড়িতে ৩৩ লাখ টাকা খরচ করে একটি পাকা ঘর তৈরী করি। ঘরটি আত্মসাৎ করার জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফের পরিকল্পনা আমার স্ত্রী আমাকে গত ৪ মাস আগে ডিভোর্স দেয়। আমি সন্তানের দিকে চেয়ে এক ঘরের মধ্যে বসাবাস করছি। গতকাল মঙ্গলবার রাতে ইউসুফ ও জোবাইদা একজোট হয়ে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমি এখন নিরুপায় হয়ে থানায় অভিযোগ করি।
জানতে চাইলে সংরক্ষিত আসনের ইউপি সদস্য জোবাইদা আকতার মিতু বলেন, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমাকে মারধর করে উল্টা অভিযোগ করছে। তার বিরুদ্ধে আমি থানা ও আদালতে অভিযোগ করেছি। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি তার মারধরের শিকার হয়ে।
কর্ণফুলী থানার সহকারী পুলিশ পরিদর্শক মোবারক হোসেন বলেন, এঘটনায় এক ইউপি সদস্যসহ দুইজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্বামী। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।