
চট্টগ্রাম পতেঙ্গা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মো. আলী নেওয়াজ তপু (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৫ আগস্ট ) বিকেল ৩ টার দিকে বঙ্গোপসাগরের আনোয়ারা রায়পুর উঠান মাঝির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আলী নেওয়াজ (তপু) নগরীর ইপিজেড এলাকার দারুসসালাম মসজিদ গলির মো. ইউসুফের ছেলে। ও স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, তপু বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুরে পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নামেন।তপু সাঁতার না জানায় ঢেউয়ের ঘূর্ণিপাকে একটু গভীরে চলে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও তপু আর তীরে উঠতে পারেননি।
এদিকে নিখোঁজ আলী নেওয়াজ তপুকে উদ্ধারে বন্ধু- বান্ধব সহ স্বজনরা একযোগে কাজ শুরু করে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা শুক্রবার বিকেলে তাকে আনোয়ারার রায়পুর উঠান মাঝির ঘাট এলাকায় ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো হাসান জানান, লাশের খবর শুনে ঘটনাস্থলে আমাদের নৌ পুলিশ গেছে। ওরা আসলে পুরো ঘটনা জানতে পারব।