
চট্টগ্রামের আনোয়ারায় এস আলম বাসের ধাক্কায় এক ভ্যানচালকের সহযোগী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজন বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন।
শুক্রবার (০৫ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরুমছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত কিশোরের নাম মিনহাজ। ১৬ বছরের মিনহাজ বাঁশখালী উপজেলার চানপুর এলাকার মো. আবুল কাসেমের ছেলে।আহত বৃদ্ধ আশরাফ আলী (৪৮) সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান।
স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত মিনহাজ ও আহত আশরাফ আলী ওই এলাকায় একটি স্ক্যাপের দোকানে কাজ করত । রাতে স্ক্যাপের ভ্যান নিয়ে চেয়ারম্যান ঘাটা এলাকায় যাচ্ছিল। হঠাৎ এস আলম বাস ধাক্কা দিলে ভ্যানের পেছনে থাকা কিশোর ও আশরাফ আলী গুরুত্বর আহত হন সেখান থেকে স্হানীয়রা উদ্ধার করে দু’জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। ও অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর্জা হাছান বলেন, ময়নাতদন্তের জন্য মিনহাজের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা বাসটি জব্দ করে পুলিশে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।