
এ.জে.নেজামউদ্দিন, চকরিয়া উপজেলা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি অরাজনৈতিক , সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা। “মানবের কল্যাণে,সময়ের প্রয়োজনে সদা জাগ্রত” এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রায় ছয় বছরে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
গত ০৩ জুন,মঙ্গলবার ৭১র চেতনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.বাহারউদ্দীন গোলাপ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জেবিন কক্সবাজার জেলা শাখার ০৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।
এর মধ্যে তমজিদুল ইসলামকে আহবায়ক ও মোঃ মোজাহিদ আলীকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়। কমিটির বাকি সদস্যরা হলেন-মোহাম্মদ আব্বাস উদ্দিন,মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ রিদুয়ানুল,আজিজ,আরকানুল ইসলাম রাইয়ান,মিনহাজ উদ্দিন মিরু,মোঃ আরকান এবং নেজাম উদ্দিন।
এই সংঘটনটি স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, প্রাথমিক শিক্ষা কার্যক্রম,মাদক ও বাল্য বিবাহ বিরোধী প্রচারণা, পরিচ্ছন্ন শহর আন্দোলন, নতুন বছরে নতুন পোশাক বিতরণ, বৃদ্ধাশ্রমে ও সুবিধা বঞ্চিত শিশুদের ইচ্ছা পূরণ, শিক্ষা কার্যক্রম, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম ও মক্তবের শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নের মটিভেশন প্রদান সহ নানা কার্যক্রম।
এছাড়া মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থ সহায়তা প্রদান,অসচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদান,প্রাথমিক শিক্ষা কার্যক্রম, মাদক বিরোধী প্রচারণা আরও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে একাত্তরের চেতনায় এই সংগঠনটি।