
মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা প্রতিনিধিঃ
সবাই যখন ঘরে বসে আছে করোনার ভয়াল থাবা থেকে দুড়ে থাকার জন্য। কিন্তু থেমে নেই রক্তযোদ্ধারা। তারা তাদের জীবনের ঝুকি নিয়ে চলে যায় বিভিন্ন হাসপাতাল + ক্লিনিক কোন মুুমুর্ষ রুগীর মুখে হাসে ফুটাতে।
আর সেই রিয়াল রক্তযোদ্ধা হলেন মানবতার সৈনিক রক্তদান সংগঠনের (ইলিয়টগঞ্জ, দাউদকান্দি,কুমিল্লা) অর্থ সম্পাদক মো শাহীন হোসেন। তিনি আজ ৭তম বারের মতো তার (A+) লাল ভালো বাসা দান করলেন এক মূর্মুষ রোগিকে।তার এই রক্তদানে শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সংগঠনের সদস্যবৃন্দু।সংগঠনের সভাপতি সাহেব বলেন আমরা দেশের এই পরিস্থিতিতে নিজের এবং পরিবারের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।